সৃষটির জন্য কলমকে চলতে হয় ঘাঁড় গুজে
এবং সব সৃস্টি কি অঁধোগামী ? হয়তো বা।
শিখা উ্ররদ্ধমুখী বলে নিজে পোঁড়ে আর অন্যকে পোড়ায়।
হোচট খেলে ক্ষনিক আকাশ দেখা, তারপর
নিঃসঙ্গ ভূমির উপর আক্ষরের ইমারতে
কল্পনাকে বন্দী করা। আকাশের ঠোঁট যেথা
পৃ্তহিবীর অধরে পায় অমৃতধারা।
নত্মূক্ষী ভীরু পায়ে পথ চলা তারই উদ্দেশ্যে।
তারপর একদিন বিন্দু হয়ে মিশে যাওয়া
দিগন্তের বুকে।
মাল, ১৮/৩/১৯৮৩
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment