কবে সেই কুমারী বেলায়, না-ফোঁটা গোলাপ কুঁড়ি আঁকা,
বাসন্তী রঙ্গের শাড়ী, দিয়েছিলাম পরম আদরে,
আর তুমি প্রজাপতির মত উড়েছিলে সবুজ আকাশে।
তারপর অনেকের দেওয়া রঙ্গে ছোঁপানো সে শাড়ীর কথা
আর মনে নেই- ফুটন্ত যৌবনে।
অনাদরে একদিন ফেলে দিলে আস্তাকুঁড়ে ।
আমি পরম যতনে রেখেছি তুলে স্মৃতির ঝাঁপিতে।
মনে নেই কোন কথা তোমার আজ-চিনতেও পারোনি তাকে।
সে সব অপ্রাসঙ্গিকতমার কাছে- অকারন নস্টালজিয়ার মত।
অথচ আমার স্মৃতির ঝাপিতে সযত্নে রেখেছি সাজিয়ে-
প্রথম প্রেমের মত ।
কলকাতা, ১।৬।২০১০
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment