WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Sunday, June 6, 2010

বসে আছি

দিন যায় অনায়াসে ধুকতে ধুকতে।
পাহাড়ী পথ ভেঙ্গে, সমতলের ছোঁয়া পেয়ে যেমন
মন্থরতায় গা ভাসায় নদী কিছুটা সময়
অথবা অনিচ্ছায় গড়িয়ে যাওয়া পিছল সিড়ি বেয়ে।
করমহীন নিসচেস্ট জড়ের মত, দিনের গ্লানি সরবাঙ্গে
মেখে, স্মৃতির বিছানায় এলিয়ে পড়ি । চিন্তার সূতোটা
ছিড়ে গেছে বহুসিন আগে এলোমেলো শুওকনো বাতাসে।
এখন শূন্য লাটাই নিয়ে বসে আছি পথের পাশে,
যদি কেহ একতাল রঙচঙ্গা সূতো নিয়ে আসে।
তাই তো সময়ের নুড়ি বিছাই অন্ধগলিতে।
মাল, ১৮/৩/১৯৮৩

No comments:

Post a Comment