যত দূরে যাই আমায় ঘিরে আকাশ স্বপ্ন বাসর গড়ে।
মেঘের রঙ্গিন দোলনায় দিগন্ত ঘিরে রয়।
শরীরের সাথে সাথে ছায়ার মত নীলাকাশ
গৃহ হয়ে রয় অবিরত। রক্তে নেশা জাগে
নতুন আশার ভঙ্গুর অস্বিত্ব নিয়ে ছোট কুঁড়ে ঘর।
সজল কাজল চোখের বিষাদ ছায় আনুভূমিক
রেখা দিয়ে ছাঁঁদ হয়ে যায় ।যেখানে সন্ধ্যা নামে
সদা মিলন গানে, মুখরিত বুলবুল শুধু আলাপনে ।
অসীমের বুকে জাগে সীমার আঁচড়,
উঠানে বিছিয়ে দিই ইচ্ছার কাঁকর।
তারপর রক্ত পায়ে বন্ধনের গান দ্বৈত কন্ঠে
গেয়ে ওঠে “বেলা অবসান”।
মাল, ১৮/৩/১৯৮৩
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment