যুদ্ধব্রতী আমরন জীবন সমরে।
অধিকারের শিকড় ছড়ানো উদাসীন মাটির বুকে।
জয়ের মহুয়া-নেশায় বিস্মৃতি আনে অতীতের সীমা।
হেরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া, তবু
স্বকৃ্ত ছায়া-শত্রুর দিকে, অকাল সন্ধ্যায়
শান্তির শুভ্র নিশানাও বিদ্রোহের আগুন ধরায়।
উপেক্ষিত বঞ্ছিত নিস্পেসিত পরাজিত সেনার
যূথবদ্ধ আক্রমনে অতীতের দেনা পরিশোধ-
চিতায় শয়ন। জন্মলব্ধ সাম্রাজ্যে আত্মতুস্ট
নৃপতির প্রাচুরয্য না থাক শান্তির স্বস্তি আছে।
মাল। ১৮/৩/১৯৮৩
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment