শব্দে বাঁধতে চেয়ে জীবন সংখ্যার গোলোক ধাধায়
হারিয়ে গেলো-স্নগুলের ফাঁক দিয়ে তাজা আলোর মত।
প্রত্যেক সং্খ্যা এক একটা এক দিয়ে গড়া, পারস্পরিক
দূরত্বও তাই। তবু সেই একে একে আনন্ত ব্যবধ্যান ;
রূপ, ভাষা, করমে ভাবনায় ।একের মাঝে এক হারায়,
জেগে ওঠে অন্য এ্ রহস্যের রং মেখে ।তাই তো
জীবনের গান, ফুলের মালা গাঁথা হয় না
শত চেস্টায়। আমি না হারালে “ আমি” কথা কয় না।
নীরবতার অন্ধকারে স্মরি নিত্য একেলারে।
মাল, ১৮/৩/১৯৮৩
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment