ক্লান্ত বিকেলের বিধবা- রদে পিঠ দিয়ে-
মনে হয় সেই আমি আজ আমি নই ।
চেনা জানা পথের ধূলোয় চঞ্চল সে পথিকের
পায়ের চিহ্ন অবলুপ্ত সময়ের পলেস্তরায় ।
সেই বকুল, শিউল্, অপরাজিতা, লুন্ঠিতা ভুঁইচাঁপা,
ভীরু লজ্জাবতী- কেউ মনে রাখে নি আমার অবুঝ
সবুজ মাতলামী।সেই অযত্নে সগরবে বেড়ে ওঠা হিংসুক
কাঁটা-নটে আজ দন্তহীন পলিত কেশীর মত
এক পাশে আজো পড়ে আছে- স্মৃতির রকমারি পশরা নিয়ে।
তার বুকের পাশে পিয়ার পায়ের সেই রক্তের দাগ
আজও লেগে আছে – যেমন মিশে আছে
জীবন বীনায় তার শ্মশানের স্মৃতি ।
১/৬/১৯৮৬
Wednesday, June 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment