WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Wednesday, June 9, 2010

দেহ-মন

শরীরের নিজস্ব কোন ভাষা নেই,
নেই শব্দায়িত ছন্দ- যা দিয়ে নিজেই
প্রকাশিত হতে পারে এবং বিকশিত ।
অনুচ্চারিত জড় অভিব্যক্তি ধার করা
মননশীল ভাষায় প্রতিফলিত হয়, যেটা
মূখ্যতঃ মনেরই ক্রিয়া। দেহের আড়ালে
রহস্যময়ী মনের যত ছলা কলা । তবু কোথাও
যেন আছে একটা সুক্ষ্ম অবিচ্ছেদ্য যোগসূত্র-
দেহ ও মনের ভূমিকা বদলের খেলা চলে অবিরত।
কে কাকে প্রকাশ করবে- নিজেকে ঢেকে-
তারই প্রতিযোগীতায় মত্ত দোঁহে, সারাক্ষন ।
শরীর ভালো নেই না কি মন
এই দ্বন্ধে দুজনেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে
আর তাই প্রথম কথাটি থেকে যায় চির-অব্যক্ত।

No comments:

Post a Comment