WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Sunday, June 6, 2010

প্রতারনা

অনেক মূল্য দিয়ে বন্ধু ! কিনতে হলো
প্রতারনার জ্বলন্ত অভিজ্ঞতা।এক বুক অনাবিল স্নেহ ভালবাসা
অবুঝ সবুজ সরলতা ।বিশ্বাসের খোলা দরজা দিয়ে স্বপ্নের
অবধি বিচরন, প্রান খোলা হাসি আর কোলাহলে বসন্তের
নিত্য আবাহন । উদারতায় সঞ্চিত সম্পদ সব উতসবের
নৈবেদ্য হয়।প্রতিশ্রুতির রঙ্গিন ফুলে বন্ধু সুব কিছু করেছ
ক্রয় । এপারের যত সুখ যত ধন রাশি বিজয়ী বীরের
পিছনে , ওপারের শূন্য গোলায় জমে অনায়াস যতনে।
রিক্ততার বিষাদ কালো মেঝে আমার আকাশ ঘর
ডুবে গেছে সেই দিন ক্লান্ত বিকাল। প্রশস্ত পথের উপর
তোমার সন্ধিগ্ধ ভীরু পদ ভারে হয়নি পিস্ট জরজর।
বাতাসের সুর বীনায় ওঠে নি বানীর সদা নিরঝর।
ড্রাগনের নিশ্বাসে তপ্ত বাতাসে সন্দেহের কোলা কুলি
উদাসী উপোসী শুকনো হিয়ায় চেয়ে আছি সব ভুলি।
আমার দুরবলতা,স্নেহের ভিখারী, প্রেমের কাছে পরাজিত,
রঙের ছোঁয়া পেয়ে কল্পনা ফানুস, আকাশে ডানা মেলে দিত।
তাকেই সম্বল করে শানিত বিষের ছুরি আমুল বিঁধুয়ে বুকে,
ক্রুর শয়তান সুলতানী হাসি আজ জাগে তোর মুখে।
এ নহে শেষ সমর আরো কত আছে বাকী।
অলক্ষে জাগ্রত চোখ কভূ দিতে মিছে ফাঁকি
পারিবে না, পারে নাই কেহ, সেই তো স্বান্ত্বনা।
হয় তো সে বিচার মঞ্চে আমি রবো না
আমার ঘৃ্নার মাঝে ক্ষমার বানী উঠুক ফুতকারী
“অবুঝ শৃংখলিত এ পাতকের লোলুপ ক্ষুধারই
হোক অবসান” পৃথিবী হেসে উঠুক নিরমল আনন্দে
পাখীর কুজনে আর ফুলের সুবাসে মত্ত সকাল সন্ধ্যে।
ওদলাবারি, ২১/৩/১৯৮৩

No comments:

Post a Comment