এ কী মন্দ্রিত সুরে !
পিনাক পানির প্রলয় বিষান বাজে হৃদয় পুরে।
মহা ভৈ্রব কল হাস্যে স্পন্দিত নৃ্ত্য লাস্যে
দুন্দুভি নিনাদ শত উল্কাপাত আমার অম্বর ঘিরে ।।
শকুনি গৃ্ধিনী পেচকের দল
ভোজের আনন্দে করে কলোরল
[আজ] মহা শ্ময়াহান মাঝে
[যেন] মেঘ মল্লার বাজে
বিদ্যুত বহ্নি তৃ্তীয় নয়নে ধ্বংশ সৃজন তরে।।
আলিপুর দুয়ার,২৩/৪/১৯৮৩
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment