আমার ঝাঁকার মাঝে ছোট বড় অনেক ঘটের
ঠোকা ঠুকি অবিরত, দূরন্ত ঘুরনি হাওয়ায় রূপের
অহংকারে। ঘুন ধরা ভাঙ্গা ফুটা বিকলাঙ্গ বিকৃ্ত
অবয়ব থেকে বিষাক্ত ভাইরাসের বালি ঝরে ঝরে
পড়ে-আমার স্নেহ প্রেম বাসনা আর অহমিকা
গলে গলে যায়। একদিন সব বোঝা পথের ধূলায়
ছড়ি্যে দিয়ে পড়ে থাকি ভাগাড়ের নিরজনে,
রঙ্গিন আক্ষরের লকেট বুকে সেটে “আমিও ছিলাম”।
মাল, ১৮/৩/১৯৮৩
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment