WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Wednesday, June 9, 2010

সময়

সময় দ্বিচারিনী স্বৈরিনীর মত
ভাবীকালের সোনালী স্বপ্ন বুনে ঢলে পড়ে
অতীতের কোলে। তার নিরলজ্জ আকরন হাসির ছটায়
বিশের ধোঁয়া জমে অনাগতের বুকে- অন্ধ আক্রোশে
কেঁপে ওঠে হাল্কা পলকা শরীর- ক্লেদাক্ত স্বেদ বিন্দু
ফুটে ওঠে নক্ষত্রের মত আকাশ- গহ্বরে ।
বরতমানের কুটিল ভ্রুকুটি উপেক্ষা করা দুঃসাধ্য ।
বাধ্য বিনীত সম্মোহিতের মত – দুরনিবার সে টানে
সে ও কাঁচ পোকা হয়ে যায়- দ্বিতীয় সত্তার ভ্রুন বেড়ে ওঠে
আপন জঠোরে। ভূমিকা বদলায় প্রতি অঙ্কে-
সহজ সরল রীতিতে ।স্মৃতি-সত্তা – ভবিষ্যতের
রূপোলী শিকলে সময় অসহায় স্বেচ্ছাবন্দী ।
সুখ-দুঃখ-আনন্দ-বিষাদ সব একাকার-
এক একটা বিন্দু পতনে।
আলিপুরদুয়ার, ১/৬/১৯৮৬

No comments:

Post a Comment