WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Tuesday, June 8, 2010

বাসর

আকাশ ঈগলুতে বাসর গড়ি
প্রেমের পশমী শয্যায় যথেচ্ছ বিহার,
একই বৃত্ত ভাঙ্গা গড়া হাজার বার ,
অবগাহন অধরের হাসি-ঝরনায়
নিঃশব্দ তন্ময় আবেশে ।
গরবিনী হাস্নুহানা আর এক নিরমম ব্যাধ-
ব্যস আমার ক্লিস্ট কল্পনায় আর সব
কুয়াশায় ঢাকা অচীন পাহাড় ।
যত দূরে যাই দিগন্তের প্রাকারে
মোর ভাবনার অবুঝ শিশুরা মাথা কটে
বোবা কান্নায়। স্মৃতি- সত্তা- ভবিষ্যত ঘিরে
এক সে সুরের অনুরনন...
মাল। ১২/৩/১৯৮৩

No comments:

Post a Comment