ছোট ছোট ঢেউএর মত প্রতিটি মুহূরত
ঢলে পড়ে অতীতের কোলে অথচ
বরতমানের অস্থি মজ্জা অনুভূতি দি গড়া
স্মৃতিকে কিছুতেই বদলানো যায় না ,
কেনা যায় না কোন মূল্য দিয়ে ।
অনাদরে ভরে যাওয়া আগাছার মত,
স্মৃতির জঙ্গলে নিরবাসনে যাই, কৃপন সময়
যখন নিরবিকার ঔদাসীন্যে সমাহিত ।
চুরি করে ভবিষ্যতের প্রসারিত সীমা হতে
কিছটা সময় ,
ডুবে যাই করমহীন অতীতের মাঝে,যেথায়
জীবন খুঁজি মড়া হাড়ে ।
মাল, ৮/৪/১৯৮৩
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment