WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Sunday, June 6, 2010

বাঁচা

বাঁচতে বাঁচতে বাঁচার সাধ শুন্যে মিলায়।
জীবন দেহের ঝোলায় খুঁড়িয়ে চলে।
দুঃখে দুঃখে দুঃখ রঙ বদলায়,সুখ দুঃখের
কাঁধে ঘুরে বেড়ায়। হঠাত মরনের মাঝে একটা
রহস্যময়তার জাল বিছানো থাকে,কল্পনা প্রশস্ত
ক্ষেত্র পায়।অথচ জানি জন্ম থেকেই তার পানে
নিরন্তর চলে অভিসার। দেহের মৃত্যুর জন্য
অপেক্ষায় থাকা-যদি মন তার রঙ হারায়।
পূরানো শব নিয়ে জীবনের মিছিল শেষে
টুপ করে ঝরে পড়া বাস্তব শ্মশানে ।
মাল। ১৮/৩/১৯৮৩

No comments:

Post a Comment