নিজেকে দাড় করে রেখে কোন ব্যস্ত চৌরাস্তায়,
আমি মিশে যাই উদাসীন জন স্রোতে”
এই ভাবেই নিজের দুঃখ বেদনাকে সাহায্য করে
ভূলে থাকতে, অথবা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে জামা
ব্যাকা চোখে স্বস্তির নিঃশ্বাস ফেলি। তবু চোখের
আঁতশ কাঁচে হৃদয়ের সবটুকু ধরা পড়ে না।
যেহাতু কিছু কিছু দুঃখ ছড়িয়ে পড়ে অন্যান্য কোষে
টিক দুরধ্রষ্য গেরিলার মত, ারা অস্বিত্ব ঘোষনা করে
কোন মূক্তাঞ্চলে আম্র দুরবল মূহুরতে।
দরশকের ঔদাসীন্য ঝরে পড়ে, তাই মমতায়
তুলে নিই দুঃখী আন্মজেরে।
ওদলাবারি, ২৯/৩/১৯৮৩
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment