অতীতকে কবর দাও, ওটা গলিত শব ।
বাঁচার উন্মাদ বাসনা ওর নেই।বিস্মৃতির মাটি দিয়ে
ভরাট করো সেই শূন্য গরভ বিবিরন ফাঁটল।
অনুতাপের বিষাক্ত আগুন জ্বেলে পুড়িয়ে মারো
সেই কুতসিত ভূতটাকে।অথবা আত্মাহুতির জহরত ব্রতে
শেষ হোক পুরানো কালো অধ্যায় । ভয়ঙ্কর ব্যাধির মত
দুস্ট স্মৃতি দুশ্চিন্তার কারাগারে বন্দী আত্মাকে
অহরহকুরে কুরে খায়। অনশন আর অসহ্য বেকারত্বে
মন শুকণ পাতার মত ধুঁকতে থাকে।
এসো অভিজ্ঞতার নীতিহীন জঞ্জাল ফেলে,
নতুন ভবিস্যত গড়ি।
যেহেতু ভাবীকাল বেঁচে থাকার রসদ জোগায়।
ওদলাবারি, ২৯/৩/১৯৮৩
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment