শোক বরনহীন সাদা অথবা বরনালী কালো-
এ দ্বন্ধ মেটেনি আজো । রঙের প্রতীক্ষায়
জীবনটাকে সাদা ইজেলের মত টাঙ্গিয়ে রাখার নাম বিবাহ
আর মৃত্যুর পরেও অনন্ত অভিসারী
আত্মার প্রতীকও তাই শূভ্র।
সম্ভাবনার অবকাশ শূন্যতার বিস্তৃতি ঘটায়।
নিজেরই বুকের পাশে যে অভিজ্ঞান পত্র
লকেটের মত ঝুলিয়ে রাখি, সে কি আমারই
প্রতীক অথবা অন্যের ? বস্তুত আমরা কেউ সাদা স্লেট নই-
অসংখ্য আঁকি বুঁকি কাঁটা বিবরন কাগজ-
অতীতকে বরতমানের আলোয় দেখে
ভবিষ্যতের গতি নিরধারন করতে পারি,
কিন্তু অতীতকে বিচার করতে পারিনা-
যেহেতু তা কোন মূল্যেই পরিবরতন হয় না ।
Wednesday, June 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment