সুখ দুঃখ সব ব্যক্তিক অনুভুতি,
পাত্র পাত্রী সব কিছু উপল্কখ্য মাত্র ।
সবই যা তেমনই আছে- আমার কল্পনা শুধু
নিজেকে হাসায় কাঁদায় । উপাদান দায়ী নয়
নিজের ভাবনা ছাড়া ।
“দোষী একেলা আমি “-এমনই উপলব্ধির বীজ,
যদি অঙ্কুরিত হয় হৃদয় গহনে ,পরিবরতনের ফল্গু ধারা
ফুটে ওঠে-
সৃস্টি হয় নব জীবন ধারা। এই বিশ্বাসের বীজ নব সম্ভাবনার
ইশারা জাগায়।
নিউ দিল্লী , ১৫/৫/২০১০
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment