WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Wednesday, June 9, 2010

শব্দ

সময় কখনও সখনও প্রতিপক্ষ হিসাবে
হাজির করে নিজের সামনে ,যখন কৈফিয়তের
হাজার শব্দ হারিয়ে নৈশব্দের ঘুরনিবরতে ডুবে যাই ।
চেনা জানা শব্দগুলো মনে হয়
অকেজো নিস্প্রান পাথরের নুড়ি , সেতু বন্ধে
অহেতুক জঞ্জাল ।সোনালী নীরবতা বাগ্ময় হয়ে ওঠে
চোখের তারায় । উচ্চারিত শব্দে সত্যি কি কোন অরথ আছে
আছে শক্তি ?নাকি প্রান সঞ্চার করি উচ্ছ্বাস আবেগ অনুভূতি দিয়ে
যা তিলে তিলে গড়ে ওঠে প্রাত্যহিকতায় ।
ভীষন অচেনা মনে হয় সীমাবদ্ধ শব্দ মালাকে,
বন্দীত্বের বেদনা তারও হৃদয়ে ।
৮/৭/১৯৮৬

No comments:

Post a Comment