আমার যত খেলা সারা বেলা,শুধু সমুখে রাখিয়া নিজেরে।
স্নেহ মমতায় গড়িয়া তায়,ভাঙ্গি আবার অবহেলা ভরে ।
শত্রু হয়ে রক্ত ঝরাই ,নিঠুর কঠোর হাতে,
মিত্র হোয়ে মুছিয়ে দিই,ব্যথিত বেদন চিতে,
প্রিয়া হয়ে মন তুষি যবে,বধুয়া মোরে যেতে চায় ছেড়ে।
চপলা খেয়ালে মনের কাজলে স্বপ্নের তুলিকা ভরায়ে,
দিবানিশি হায় রাঙ্গের খেলায় সব ভুলে রই মাতাল হয়ে,
বারন করার নেই তো কেহ(আমার) এই যে খেলার কঠিন মোহ,
জীবনে জাগায় প্রানের সাড়া,পথ দেখায় ঘোর অন্ধকারে।
আলিপুরদুয়ার ৬/৫/১৯৮৩
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment