WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 15, 2010

ঈগলু

আকাশ ঈগলুতে বাসর গড়ি
প্রেমের পশমী শয্যায় যত্থেচ্ছ বিহার,
একই বৃত্ত ভাঙ্গা গড়া হাজার বার,
অবগাহন অধরের হাসি ঝরনায় নিঃশব্দ তন্ময় আবেশে।
গরবিনী হাস্নুহানা আর এক নিরমম ব্যাধ –ব্যস
আমার ক্লিস্ট কল্পনায় আর সব কুয়াশা ঢাকা ইচীন পাহাড়।
যত দূরে যাই দিগন্তের প্রাকারে , মোর ভাবনার অবুঝ শিশুরা
মাথা কোটে বোবা কান্নায়।
স্মৃতি-সত্তা-ভবিষ্যত ঘিরে এক সে সুরের অনুরনন-

মাল বাজার, ১২।৩।১৯৮৩

No comments:

Post a Comment