WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 29, 2010

সংগ্রাম

খুব ভালো আর কুতসিত মন্দের মাঝখানে
যে বিশাল প্রান্তর , তারই সীমানা ভেঙ্গে গড়ে ওঠে
নতুন বসতি, প্রতিদিন প্রতি পলকে । গ্রহ চ্যুত উদ্বাস্তুর জীবন
কোলাহল । দুরধরস্য সৈ্নিকের আগ্রাসী ক্ষুধার শিকার
অচেনা প্রাচীর ; জন্ম নেয় কোন জনপদ।
একদিকে অজানার বৃত্ত সঙ্কুচিত , অন্য দিকে স্বরোপিত রকমারি
সুখ দুঃখের জঙ্গলে ভরে ওঠে রহস্যময় দুরগ ।
ঠিক এমনই বলয়ে জীবন সংগ্রাম চলে
অনন্ত কাল ধরে।

আলিপুরদুয়ার, ৩/৫/১৯৮৩

No comments:

Post a Comment