আমায় ভাবতে দাও,
এই আগাছার অন্ধ ঝোপে,আমি বেচে আছি সুরয্যমূখী হয়ে।
কৃপন মহীরূহ কুক্ষিগত করেছে সব জীবন রসদ-
আলো বাতাস-–স্বেচ্ছাচারী বনিকের মত; তবু
মাটির বুকে খুঁজি প্রানের উষ্ণতা।
বড় কষ্ট তবু “ বেঁচে আছি”
এই প্রত্যয়ে দিন রংধনূ হয়।
বিস্বাসী হতে দাও, আঁধো দেখা তৃ্তীয়া চাঁদের তরে রিকেটি
যে হাত শুন্যতায় কেঁটেছে সাঁতার,
সে চাঁদ কাস্তে হয়ে ,লক্ষী বঁ্ধূর মত শোভিছে অঙ্গনে মোর।
বঞ্চনার যে কোরাসে, কাঁপে ঘূনধরা দুঃশাসনের পুরানো প্রাসাদ,
আমার বুক ভরা দীরঘ শ্বাস,সেথা পেয়েছে আশ্রয়।
ফকিরাগ্রাম, ৪/২/১৯৮২
Thursday, May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment