WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Tuesday, May 18, 2010

খোজ

যেতে চাই অন্য কোথাও অন্য কোন খানে,
ভাঙ্গা ্ডানার করুন বিলাপ শুনে।বাসি কাঁচা মাংসের
নিরলজ্জ বিজ্ঞাপনে , সরবনাশা প্রথমার দুরনিবার আবাহনে-
শ্বাসরোধী ঘৃ্ন্য এ পরিবেশ থেকে,কতদিন রইব ব্লো মুখ ঢেকে,
নিরলজ্জ বেসাতি হেথা জমায় আসর,কেহ নয় আত্মপর কেহ বা দোসর।
লোভের চিতা জ্বলে প্রতি প্রাঙ্গনে , ধায় সবে সীমাহীন চিওয়ার পানে।
জনে জনে শুধাই আমি কাতর সুরে,”কোথা যাবো আমি,কোন মধুপুরে?”
নিঠুর দরদীর সেই ঠিকানা, অভিমানে বহুদিন মুখে আনিনা।
উদাসীন জনতার ব্যস্ততার মাঝে, নিরুত্ত্র জিজ্ঞাসা পথ খোঁজে।
জানি পথ নিয়ে যাবে ক্লান্ত পথিকেরে,বন্দিনী প্রিয়া মোর রয়েছে যে ঘরে।

মাল বাজার, ১৬/৩/১৯৮৩

No comments:

Post a Comment