সাধ আমার-তোমার মুখে ভাসা হয়ে ঝরে পডুক
নিরঝরিনীর মত।ভিজে মাটির গন্ধে বুক্টা ফুলে উঠুক,
নেচে উঠি শব্দলোভী ময়ুরের মত-এই সব ছোট ছোট চাওয়া
পাওয়ার চড়াই উতরাই ভেঙ্গে মানসের তীরে বসে স্মৃতির
জাবর কাটা আর লাটাই গুটানো,এই মুহূরতে তোমায় ঠিক মানায় না।
বরং একটা খোলা জানালা,তুলসী মঞ্চ,দুটি কচি শিশু আর সিদুর রাঙ্গানো
শূন্য শয্যা-এই চতুরভুজে নকশাটা খাপ খেয়ে যায়।করতব্য আর প্রেমের
দোটানায় বাক হারা বিহগী প্রায় ।“ দিন শেষে ক্লান্ত পাখী নীড় খোজে”-
এই অটল বিশ্বাস তোমার দেহের ভাজে। তবু স্কন্ধকাঁটা অবিশ্বাসী ভূতটা
অন্ধ কোনায়, একই নাটক করে শতবার একই অভিনয় ।মনে হয়
মতস্য চোখে ক্লান্ত শরীরে শায়িত কঠিন শয্যা পরে।
আশাহীন ভাষাহারা মোমের পুতুল, দেহ জ্বেল্ব গুনিতেছো ভূলের মাশূল।
অনুতাপ বহ্নি শিখায় কোমল কায়, গলিয়া ঝরিছে সদা বরফ প্রায়।
বানীহারা কথা জানি হৃদয় বেলায়,গভীর কোন কলঙ্ক রেখারেখে যায়।
সময়ের পলি ভেবে প্রাজ্ঞের মত, মিথ্যা কোদাল চালাই অবিরত
ক্ষতের পরিধি শুধু বেড়েই যায়,অব্যক্ত সাধ বুঝি ভাষা হারায় ।
মাল, ১৬।৩।১৯৮৩
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment