আমায় ভাবতে দাও
এই আগাছার অন্ধঝোঁপে, আমি বেঁচে আছি সূরয্যমুখী হয়ে।
কৃপন মহীরুহ কুক্ষিগত করেছে, সব জীবন রসদ-আলো,বাতাস-
স্বেচ্ছাচারী বনিকের মত; তবু ভেঁজা মাটির বুকে খুঁজি
প্রানের উষ্ণতা। বড়ো কষট তবু “বেঁচে আছি”
এই প্রত্যয়ে দিন রঙ ধনু হয়।
বিশ্বাসী হতে দাও, আঁধো দেখা তৃ্তীয়া চাঁদের তরে,
রিকেটী যে হাত শুন্যতায় কেঁটেছে সাঁতার ,
সে চাঁদ কাস্তে হয়ে ,লক্ষী বঁ্ধুর মত শোভিছে অঙ্গনে মোর।
বঞ্চনার যে কোরাসে, কাঁপে ঘূণধরা দুঃশাসনের পুরানো প্রাসাদ,
আমার বুক ভরা দীরঘশ্বাস সেথা পেয়েছে আশ্রয়।
শলাকাঠি ৪/২/১৯৮২
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment