WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Friday, May 28, 2010

নব্য ধারা

ছন্দের জবড়্জং সেকেলে পোষাককে
নব প্রজন্মের দুরবোধ্য শিশুরা কেমন ঘৃ্না মেশানো করুনার চোখে দেখে।
ওরা জানে- পৃ্থ্বী অগ্নি গরভা অনূতে ভরা।
বাসনা এঁকে রাখে রঙ্গিন জামায় । অনুপ্রাস প্রাচুরযে্ নাকি
দহন বাড়ায় অথবা কয়েদীর জামার এক নগ্ন মিছিল
কিংবা ছাঁচে ধালা কোন ভগ্ন নিরবোধ-
বিছিত্র ব্যাখ্যার যেন আখ্যান সলিল
অস্ফুট ধোঁয়াসা আনে দুরন্ত প্রবোধ। সুরের কারাগারে
জন্মে নব রাগিনী, আস্তাকুঁড়ে পড়ে কাঁদে পুরানো মুরছনা।
উলঙ্গ অতিথিরে জানাই অভরথনা,
উতসবে মেতে ওঠে প্রতিসঠা রজনী।

আলিপুরদুয়ার, ১/৫/১৯৮৩

No comments:

Post a Comment