জানি না তোমায় নতুন অতিথি কেমনে বরিয়া লব ।
বুঝি না অচেনা নয়ন মোহন, কোন সে গানে তুষিব ।
তবু কেন মনে হয়, বহু জনমের পরিচয়
অন্থীন পথে ছিনু মোরা সাথী  দেখা জলো পূন নব ।
স্মৃতির সে সুরভিতে   বিহ্বল বিবশ চিতে
পারিনি অঞ্জলি দিতে  প্রদীপ মালা সাজাতে
অপরাধ মোর ক্ষম  বন্ধু হে প্রিয়তম
দীনতা আমার পরশে তোমার  হবে অতুল বৈভব ।।
 আলিপুদুয়ার , ২৬/৪/১৯৮৩
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
 
.jpg)
No comments:
Post a Comment