WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 29, 2010

ক্ষুধা

এক মুঠো দেঁতো হাসি
এক থালা নরম ভালবাসা,শ্রদ্ধার শীতল সান্বিধ্য –
সস্তা নীলামে ওঠে এ হাটে, শান্তি সলোফেন,
শত ঘুন ধরা ফাটলে। এমনই নিত্য দরকারি কিছু
অমূল্য সামগ্রী, কৃপন লক্ষীর বন্ধকী সিন্দুকে ,
অনাদরে পড়ে আছে বহুদিন। মহাজন তো একজনই
দেবার ও নেবার।
পুরানো অথচ ভীষন জরুরী জিনিসগুলো
ফিরে পেতে কিছু টাকার প্রয়োজন , অথচ
বিনিময়ে দেবার মত কিছু নেই, আপাতত
নেজেকে ছাড়া ।মন্টা বন্ধক নয় বিক্রি করলে
কিছু পয়সা যদি পাই- দেহের
রাক্ষুসী ক্ষুধায় উপহার দিই।
মাল, ২৩/৪/১৯৮৩

No comments:

Post a Comment