বন্ধু যদি না হও সখা শত্রু হয়েই থেকো।
কন্ঠ-মালা নাই বা হলাম চরন তলে রেখো।
করুনা-তিলক আমার ভালে, স্নেহের পরশে নাই পরালে
(তমার) চলার পথের ধূলিকণায় সোহাগ রেনু মেখো।
বাঁশরীর সুর বাতাসের কানে,হাসির ঝিলিক নীল গগনে
মোর বাতায়নে নিদাঘ দিনে, ক্লান্ত আবেশে তৃষি্ত নয়নে
শুধু একবার আসিও বন্ধু বলেই ডেকো।
Monday, May 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment