WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 29, 2010

জানালা

জানালাটা বন্ধ করে দাও অন্ধকারের ঢল নামুক সমগ্র অস্তিত্বে ।
তারপর নিরমেহ নিসপৃহ্তায় অনিরবান আলোর শিখা জ্বলে উঠুক শ্বাপদ অরন্যে ।
নিরমম মমতার আঁচলে অন্তত কিছুদিন খেলা করুক রোদ বৃস্টি ঝড়ে।
আত্ম রক্ষার দুরগটা সূক্তির মত শক্ত হোক কালের প্রবাহে।
এবার খুলে দাও সব জানালা উষ্ণতার জন্য বাইরের আলো লাগবে না –
তুমি তখন নতুন সূরয্য !
চারিদিকে শীতারতের শুকনো মুখ।

আলিপুরদুয়ার, ৩/৫/১৯৮৩

No comments:

Post a Comment