এই যে বৃত্ত,
আকস্মিক দুরঘটনায় জন্ম ,বয়ে যাওয়া
কৈশরে অকেজো পাঠ, ভাদ্রের যৌবনে বেপরোয়া সাঁতার কাটা
কোন নস্তরঙ্গ নদীতে, অমরত্বের ভ্রুনে উষ্ণতা ঢেলে দেওয়া
অকৃপন ঔদারয্যেদ , তারপর প্রমিসরি নোটের মত
হাজার বাসনার চাহিদা মিটাতেই বৃত্ত সম্পুরন্য-
যার নাম জীবন ।এই পঙ্কিল ক্ষুদ্র আবরত্যে ডুবতে ডুবতে
ইচ্ছা করে ভেঙ্গে ফেলি সব অথবা পরিধি সীমানা ছড়িয়ে দিই
অন্য কোন দিগন্তে, যেথা এই আশান্ত কোলাহল নেই ,
নিরলিপ্ত প্রশান্তি মাখা সমাধি মাঝে কিংবা
মৃত্যুর দরজা দিয়ে পালিয়ে যাই জীবন থেকে ।
ম্যাল, ২২/৪/১৯৮৩
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment