WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Tuesday, May 18, 2010

প্রতিশ্রূতি

প্রতিশ্রুতি বদ্ধ আমি জনম লগনে
তারপর অঙ্গীকার সশপথ বরষায় দুবে গেছি অতলান্ত নৈঃশব্দের গানে,
যেমন তরঙ্গমালা অস্ত্বিত্ব হারায় । নিমগ্ন মৈ্নাকের নিস্প্রান কপাটে
প্রতীক্ষিত উন্মত্ত শব্দের মিছিল, আক্রোষে অবি্রত শুধু মাথা কোটে
ঘূনধরা আমি যেন বিবরন ফসিল।বিস্মরনেরকালো মেঘে আমার আকাশ
ভরে অঠে হাহাকারে, প্রলয় বিষানে শুনিতেছি মহাকালের নৃ্ত্য উচ্ছ্বাস,
ধাবিত গৃ্ধিনী ভোজের নিমন্ত্রনে।ঘৃ্নিত মরন জানি পশুর সমান
শৃঙখলিত অগৌ্রব জনম মরনে, আবার যদি আসি ফিরে এ ভূবন,
ব্রতী হবো সেই অঙ্গীকার পালনে। ভিন্ন্রূপে অন্য কালে এই অঙ্গীকার
স্মৃতির বীনায় যেন তোলে ঝঙ্কার । ভুলিতে দিও না প্রিয় অবহেলা ভরে
মধুর শাসন খড়্গে সব অবসাদ, নিরমম আঘাতে যেন ধ্বংস করে,
ঘটে যদি আরবার কোন পরমাদ। রিক্ততায় জন্ম নেয় বিক্ষুব্ধ বাতাস
বাঁচার রসদ জোগায় গঘীত ঋন, বিক্রীত অস্তিত্বের ভার কবে হে উদাস
তোমার চরন তলে হবে বিলীন?করমহীন অনাসৃষ্টির পাথর ভার
পরশে তোমার হোক ফুল উপহার।

মাল বাজার, ১৬/৫/১৯৮৩

No comments:

Post a Comment