সুললিত ছন্দ নয়, নয় কোন টাইফুন গতি,
হাজার কোলাহলে খুঁজি কিছু কুমারী শব্দ,
যীশুর প্রতীক্ষায় যে নক্ষত্র গোনে,নিদ হারা চোখে।
নিষিদ্ধ পল্লীর সব অথরব দৌপদীর মত শব্দ,
সংখ্যাতীত মত্ত রজনীর অত্যাচার নীরবে
সরবাঙ্গে মেখে এখন ঘুমিয়ে আছে
বন্দী হয়ে রঙ্গীন জ্যাকেটে।
অনেক বসন্ত গেছে ফিরে,তবু শীতের চাঁদরে স্বপ্ন-বুনি
বরনালী আগামী কাল।
যবে শব্দ মোরে নিয়ে যাবে মৌন সকাল ।
ফকিরাগ্রাম, ৮/২/১৯৮২
Thursday, May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment