পাথর ছুড়লেই, প্রতিবাদে সোচ্চার হয়,প্রতিরোধে ভেংচি কাটে অথবা-
চিতকারে বেদনা জানায়, রাস্তার বেওয়ারিশ ঘিয়ে ভাজা ক্ষুধারত
কুকুরটাও-অথচ আমরা যারা-চারটে পা নেই আর মাথাটা
ঘাড়ের উপরে বসানো বলেই গরব বোধ করি; বুদ্ধিমানের মত
সব উচ্ছিট্ট অপমান,হাজার অত্যাচার মুখ বুজে মাথায় তুলে নিই
প্রসন্ন বদনে অথবা গুপ্ত মন্ত্রনা কক্ষে ষড়যন্ত্রের ফাঁদ আটি আর মিছিলে
শৃগালের ঐক্যতানে ভেঙ্গে দিই শাসকের প্রাসাদ, যে অন্ধকারে হামাগুড়ি
দিয়ে চলে নেতার নৈশ অভিসার; ঐত্যিহ্যের রক্ত বসন জড়ায়
বিভীতস গলিত গায়। মুখোশের অন্তরালে প্রতিশ্রুতির স্মৃতিরা ঢাকা পড়ে
চিরদিনের মত। ঘৃ্নিত অতীত আবার কবর ছেড়ে উঠে আসে
বরতমানের থালায়,ঠিক অবিকল নৈবেদ্য হয়ে
হাজার বছরের ইতিহাসের পাতায়।
মাল বাজার,১১/৪/১৯৮৩
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment