্নামের লকেট ঝুলিয়ে নিসংগতার ফসল বুনি,সীমাহীন হৃদয় বেলায় ।
স্বাতন্ত্রের বেড়াজালে ,বন্দী আত্মার বিলাপ, নীরব আঁধারে ডুবে যায়।
ভাঙ্গা ডালে জল ঢালি অথবা ড্যামের কিনারে অপেক্ষায় কাটাই প্রহর ।
কোন রঙ্গিন ফুলের আর নূহের ঢলের মুছে দিতে সীমার প্রাকার।
ফুলকে ফুল ডাকলে, মানুষকে শুধুই মানুষ,কেউ ফিরে তাকায় না।
ডানা ভেঙ্গে মূক্ত পাখীরে, সোনার খাঁভায় পুরে, খুশীতে ডেকে উঠি ময়না।
বিরাটের অন্থীন মিছিলে, ভগ্ন অস্তিত্ব নিয়ে সমতার জয়গান-
মূঢ বিজ্ঞ হাসিকে,ব্যাঙ্গের শানিত ছরায় নিয়ত করে খান খান।
অহমিকার গগলস এটে প্রিচিত জগত দেখি বিচিত্র আমির দল;
ডম্ভের তুব্দি ফোটায়, রঙের ফানুস উদায় আকাশ ভরে মহারোল।
আমি আমি মহা মেলায়, নামহীন ছোট্ট দলে নিঃশব্দে মিশে যেতে চাই-
বিব্রন পুরানো জামার অরথহীন ভালবাসা কতকাল বয়ে বেড়াই?
মাল বাজার, ২৭/৪/১৯৮৩
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment