WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 29, 2010

প্রয়াস

ক্ষীনস্রোতা পাহাড়ী নদী তীরে, খ্যাপলা জাল ফেলে
সারাদিন রঙ্গিন মাছেদের ধরতে চাই ।
মনে হয় –দেয় ধরা সেই আশায়,জাল টানি পরম মমতায় ।
হাজার পাথরের ভাঁজে চঞ্চল সে মাছেরা
কখন যে লুকিয়ে পড়ে আর তাকিয়ে দেখে ;
অট্টহাসিতে জলে তোলে তরং মালা ।
ওরা জানে – আমার মাঝে লুকিয়ে আছে কোন পাশবিক আনন্দ,
অথবা অসহায় অন্য কোন মাছ,
তাই করুনা নয় – ঘৃ্নার চোখ মেলে
দেখে মোর ব্যরথ প্রয়াস ।
আলিপুরদুয়ার, ৩/৫/১৯৮৩

No comments:

Post a Comment