দূরের ওই নগ্ন পাহাড় , যেন কিসানের স্বপ্ন হাঁড়
উদাসীন ধরনী পরে পড়ে আছে মৃত অসাড় ।
মানুষেররে ভালবেসে ঘৃ্নার পশরা কেনে
রক্ত আর ঘামে সত্যি বড্ড কম দামে ।
তাই তো শোষনের লোভী হাত খুবলে নেয়
অবশিস্ট শুকনো মাঙ্গস পিন্ড শকুনের মত।
ভোগের নবেদ্য জয় কৃষানের দেহ
ওখানেই খুঁজে পায় মূক্তি নিরমেহ।
ভাঙ্গা হাড়ে স্বপ্ন দেখে কত রঙ্গিন ভবিস্যতের !
ধীরে ধীরে নিজেই প্রাসাদ হয়ে যায়,
যেখানে বাসা বাঁধে বাস্তু ঘুঘু জঘন্য শয়তানের দল ।
মিটিং-এ আওয়াজ তোলে,
“সরবহারার সাম্যে গনতন্ত্র প্রতিস্টা হোক’
শহীদের শান্তি কামনায় দুমিনিট নীরবতা।
বাঁচার অধিকার যারা নিয়েছে কেড়ে,
যারা পাইনি খেতে দুমুঠো ভরে,
যাদের ফসল ওঠে অন্যের গোলায়,
জীবন দিয়ে যারা শোধিল বাঁচার দ্ম,কুখ বুজে সহিল মানবতার ঘৃ্ন্য অপমান।
... ...... ...
সেই সে দধিচীরে প্রমানি অবনত শিরে।
বিষাদ অন্তরে আজি শপথ নিলাম, যত দিন বাঁচি- মুখোস আঁটা
ধনতন্ত্রের সেই গোলামদের , তিলে তিলে কবরের মাটি খুঁড়ে যাবো
মরন যদি হয় তবু ফিরে আসবো ।
দলগাও ২৮/৪/১৯৮৩
Sunday, May 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment