WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Friday, May 14, 2010

ফেরা

তুমি দেখেছো কি ফিরে যেতে নদী ধারা উতস মুখে ?
মেলিয়া শতদল, অ্ভিমানী কমল,আবার দিয়েছে মুখ ঢেকে ?
মাখিয়া পরাগ আবীর, অমৃত চয়নে অধীর,
চঞ্চল ভ্রমর কভু ,ফিরায়ে দিয়েছে মধু ফুল বুকে ?
যে বাঁশরীর সুরে সুরে উতলা ্পবন,
অভিসারী রাধিকার মন উচাটন,
কেমনে ফিরাবে তারে, বাঁধিবে গহন পূরে, যে মন হয় চুরি,আসে কি সে শত ডাকে?
শলাকাটি, ২৬/২/১৯৮২

No comments:

Post a Comment