WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Sunday, May 9, 2010

নিজের সাথে গোপনে

হে বন্ধু পরান প্রিয় চির শান্তি পারাবার।
দুঃখ তিমির রাতে হোক তব অভিসার ,
করুনা ঘন নয়নে, বিজুলি হাসি আননে,
মোহ আন্ধার কারায় বাজাও বাশরী এবার।
তব পথ আশে ক্লান্ত বেলা শেষে,
রয়েচি বসে হরষ আবেশে,
দেখা দাও হে প্রিয়ত্ম,ত্রিতাফারী নব শ্যাম,
পুরাও মম মনঙ্কাম ব্যাথাহারী জলধর।
• * ****

কেন মমতা শিশিরে আবার বাঁধিতে চাহো।
অনাদরে ঝরে পড়া শুকনো পাতার দেহ ।
নিথুর আঘাতে যারে, কঁাদায়েছো বারে বারে,
হাজার দহন বিষে যে পুড়িত অহরহ ।
না বলা ক্তহা যত বাতাসের কানে,
গাহিতে দাও প্রিয়া বিদায় লগনে,
জলহারা ভালবাসায়,অন্ধমোহে,মিছে আশায়,
ধরার ধুলিতে তারে,একেলা ঘুমাতে দিও।

No comments:

Post a Comment