উগ্র কস্মেটিকে ঢাকা গলিত শরীর,
বিষাক্ত ভাইরাসের চারনভুমি;
অন্ধকারে জোনাক জ্বলা ভালবাসার গিল্টি করা লকেট ঝোলে,
ন্যাপাম ক্ষত টিলা ঘিরে।
অথবা ভালবাসার রঙ্গিন মোড়কে বাধা আজব জলন্ধরী শাল,
রথে কেনা পুতুল শিশুর?
ধীবরের ঝাঁকা-রাখা নকল রক্তমাখা বাসি মাছের মত
ভালবাসা বিকাতে চাও চড়া দামে?
ওকে ঢেকে রাখো হৃদয় গুহায়,ফুটতে দাও ঋতু পরিক্রমায়,
পবিত্র সুবাসে পাগল কস্তুরী মৃগসম-
তারপর শ্যাম ব্যাঁধের বন্দীত্বে সুখের মরন।
ফালাকাটা ৩/২/১৯৮২
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment