ভিখারীর স্প্রদ্ধা নিয়ে আমিও সাধ্য যাহা
অকাতরে দিতে চাই-একটু জাসি ,টুকরো সুখ-
হোক তা যতই মলিন ।অন্ধকারে সঙ্গোপনে শীতের
অকাল সকালে,যে ফুল দল মেলে ভীরূ কামনায়,
অনেক রঙের মেলায়,এক কোনে ঠাই যেন পায়,নহে গলায়,
শুধু চরন তলায়। তোমার অনাবিল অহৈতুকি করুনা ধারায়,
ভেসে যায় দানের শপথ-পত্রপূটে যাঞ্ছা করি অতুল বৈভব।
আজও বোঝাতে পারিনি, ভিখারীরও সাধ জাগে
ভূমিকা বদলের। অপুরন্য সে ইচ্ছা মোরে নিয়ত কাদায় ।
মাল্বাজার, ১০।৩।১৯৮৩
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment