WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Monday, May 17, 2010

সাধ

দূরত্ব নৈকট্য আনে ,যখন প্রেম অঙ্কুরিত হয় হৃদয় কাননে।
সেদিন বিদায় বিধূর লগনে সাগিল ধরনী কৃষ্ণ কালো বসনে,
নিষপেশিত রক্তিমাভা অধর পুটে,কনক চাঁপার বুকে উঠলো ফুটে,
কম্পিত স্ফুরিত গ্রবিত পাখনায়,দূরন্ত বৈশাখী কামনায়।
বাঁধ ভাঙ্গা প্লাবনের জোয়ারে,ডুবে গেছে আখি তারা শুধু বারে বারে।
সিক্ত অঞ্চল তলে তাপিত হৃদয়, সতত মঙ্গল সংখ সরবে বাজায়।
ছেড়ে দিতে ছিঁড়ে যায় তবু হায়,সপ্ত সুরের হাহাকারে লইনু বিদায়।
খোলা বাতায়নে বিষাদ পরানে,রহিনু দাঁড়ায়ে তৃষিত নয়নে।
ীলো মেলো তরঙ্গ মালার পরে,ভাসিছে আঁখি দুটি প্রেমের নীরে ।
যত দূরে যাই তবু মনে হয়, রয়েছো জাগিয়া নিত্য প্রহরায় ।
আমারে ঘিরিয়া আজো সজল নয়ন,সকল দঃখ জ্বালা করিছে হরন ।
স্নেহ-প্রেম-মমতায়নিত্য সহচরী, শয়প্নে স্বপনে সেই {মায়াবী} মুরতি হেরি ।
করমহীন বিবরন অলস প্রহর একা একা খুজে পাই প্রানের দোসর।
যেদিকে ফিরাই আখি তোমারে দেখি,আঁখিতে আঁখি রাখি আঁখি আঁকি ।
দেক্ষার নয়ন যদি কভু দৃস্টি হারায়, সাধ মোর ও চোখে যেন জেগে রয়।

উদলাবাড়ী, ১৫।৩।১৯৮৩

No comments:

Post a Comment