নরম কুয়াশার ভারী কোট গায়ে
সরপিল পিচ্ছিল পথে দ্বীপ হয়ে চলি।
পুরু বাতাসে ওঠে ভেকছন্দে করকশ পদধ্বনি।
স্রোতস্বিনী মেঘের ফাঁকে কাছের মানবীকেও
মনে হয় অপরিচিত গ্রহান্তরের জীব অথবা বরফ ভালুক ;
এই উচু নীচু ভাঙ্গা ছেঁড়া পাহাড়ী পথ যেন
জীবনের রাস্তা ; অনেক মৃত্যুর হাতছানি আর
উত্থান – পতন। নিঃসঙ্গ হেটে চলি জন্মান্তরের পানে
অঙ্গহীন এক বিচিত্র ছায়া । প্রতিটি অঙ্গ যেন
অজানা জামা, যাদের চেনার গরব তৈ্রী করে
অহমিকার কুটিল আবরত । এখন মনে হয়
এ সব কিছু আমার নয়- আমি তো নই-ই ।
দারজিলিং, ১৭/৪/১৯৮৩
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment