WITH MYSELF

CORDIALLY CONGRATULATED TO SHARE MY MOMENTUM FEELINGS AS A WHOLE ENTITY TO REALIZE MY GREATER SELF.

Saturday, May 29, 2010

অহমিকা

নরম কুয়াশার ভারী কোট গায়ে
সরপিল পিচ্ছিল পথে দ্বীপ হয়ে চলি।
পুরু বাতাসে ওঠে ভেকছন্দে করকশ পদধ্বনি।
স্রোতস্বিনী মেঘের ফাঁকে কাছের মানবীকেও
মনে হয় অপরিচিত গ্রহান্তরের জীব অথবা বরফ ভালুক ;
এই উচু নীচু ভাঙ্গা ছেঁড়া পাহাড়ী পথ যেন
জীবনের রাস্তা ; অনেক মৃত্যুর হাতছানি আর
উত্থান – পতন। নিঃসঙ্গ হেটে চলি জন্মান্তরের পানে
অঙ্গহীন এক বিচিত্র ছায়া । প্রতিটি অঙ্গ যেন
অজানা জামা, যাদের চেনার গরব তৈ্রী করে
অহমিকার কুটিল আবরত । এখন মনে হয়
এ সব কিছু আমার নয়- আমি তো নই-ই ।
দারজিলিং, ১৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment