মনে হয়
এখনও স্থানুর মত বহু যুগ রয়েছি দাঁড়িয়ে নিরবাক নিস্পন্ধ-
জল ভরা আঁখি দুটি মেলে সেই ত্রিবেনী কুলে ।
নেই যাওয়া আসার বিরহ মিলন,
শুধু হৃদয়ের ভাসা হয়ে অপলক চোখ,জেগে থাকে স্বাতীর মত।
রঙ্গিন মাছের মত সময়ের অ্যাকুরামে পরাম মমতায়
প্রতিক্ষার ডানা ঝাপটায়। ক্লান্ত আমি,নিবশ, অধীর,
আবাহনের শুভ লগন আর কত দূর- ওগো দরদী নিঠুর ?
প্রহর বিল্মীকের অন্তরালে দুষিত বাসনা যত, ডুবে গেছে একে একে;
মিনতি আমার, দেখার এ অহংকার,ঘন কেশ ডামে করো না অন্ধকার।
মাল বাজার, ৯/৩/১৯৮৩
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment