দিনের এঁটো আলো চেঁটে নিলো কুকুর জিহ্বায় পিপাসারত্য সন্ধ্যা ।
বিড়াল পায়ে অন্ধকার নেমে এলো মনের ঊঠোনে ।
বায়না মাছির ভন ভনানি নেই ;এখন উদলা গায়ে
অভাবের কাঁমড় আর ছার পোকার ্সাচ্ছন্ধ্য বিহার।
গম্বুজ বুকে ভারী বাতাসের কান্না, তবু পেটের সীমানা
বাড়াই কোমর আর বক্ষের জমিতে ।
গুড়ো গুড়ো অন্ধকার শিশিরে
হায়েনা হাসি ফোটে মরন গুহায় ।
কিছু কিছু অঙ্গ আশ্চরয্যহ সজীব আরর করমব্যস্ত
হয়ে ওঠে ঘন তিমিরে, যার নাম অনৈ্তিক বন্দি –
আশ্লীল ভালবাসা ! শতচ্ছিন্ন ময়লা কাগজে
কোন ফুল ফোঁটে।
গোবিন্দপুর, ১৯/৪/১৯৮৩
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment