ভাল্লাগে না,
এই দিশাহীন এলো মেলো পথ চলা,
সুরে সুর মিলিয়ে তোতার কথা বলা।
সম্যে এলিয়ে দিয়ে তনু মন
জীবনে সাথ্রকতা খোঁজা অনুক্ষন।
বৈচিত্রহীন প্রাত্যহিকতার শিকলে
দাসত্বের জয়গান সাঁঝ সকালে।
অতীতের জাবর কাটা বীরত্বসহ
সুখের মীনার গড়া গুবরে মোহ।
আমি ক্লান্ত ,বড় অবসন্ন, নিয়ন জ্বলা এই অসহায় দৈন্য।
চলো, অন্য কোন পথের সন্ধানে,কল্পনার কোন মূক্ত বাতায়নে;
এসো, অন্য কিছু বলি প্রান খুলে,আলো আর বাতাস আসুক দুলে।
ফকিরাগ্রাম ৮/২/১৯৮২
Thursday, May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment