আমিও ঝরে পড়া কোন অশ্রুর মত বুভুক্ষউ প্রান্তরে প্রোথিত অতল গুহায়
বন্দীত্বের হাহাকার প্রতদ্ধ্বনি তুলে,আমার অস্বিত্ব ঘূন ধরায়।
অদূরে সাগরের প্রনয় উচ্ছ্বাস আর সীমার ক্রন্সন,অকুল আঘাতে কূল
আকুলি ওঠে, আমারো হৃদয়ে তাই কুসুম ফোটে ,তন্দ্রা হারা জেগে আছি একেলায়,
দিন গুলি সাগর সঙ্গমের প্রত্যাশায়।জানি একদিন প্রভাত বেলায়,
কায়াহীন অনন্ত পিপাসায়, মন্দাকিনী শান্তি পারাবার
রচিবে নিভৃতে প্রনয় বাসর। শুধু সেই মধু লগন লাগি
দিবানিশি নিরজনে আছি জাগি।
ওদলাবাড়ী, ১৫/৩/১৯৮৩
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment