তপ্ত প্রেম নীরে, আজি যমুনা তীরে,যৌবন ঝড়ের মাতন।
শুষক ফুল দলে শিহরে পুলকে অধীরা খুশির নাচন ।
বিহগী চাতকী শুক্তি,      বরষে হরষে মুক্তি,
হৃদয় গুহায় প্রেমের পরশে   জাগিছে আনন্দ কাঁপন ।
রঙ ধনু শাড়ী আকাশের গায়, জ়োছনা অমিয় ফল্গু ধারায়
মাতাল বাতাস সুরে,   অসীম দিগন্ত পুরে,
প্রেমের ঢল উথাল পাতাল, এসেছে মিলন লগন।
আলিপুদুয়ার,২৪।৪।১৯৮৩
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
 
.jpg)
No comments:
Post a Comment